প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল্যাব স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন, শূন্যপদ পূরণ ও ক্যাথ-ল্যাব মেশিন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরাম।
রোববার (২৬ অক্টোবর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় জেলার মানুষ স্বাস্থ্যসেবায় ভোগান্তির শিকার হচ্ছে। প্রায় ২০ কোটি টাকার আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন চালু না করে ঢাকায় নেওয়ার চেষ্টা চলছে, যা বন্ধের দাবি জানান তারা।
চার দফা দাবির মধ্যে ছিল—নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল, সব শূন্যপদ পূরণ, জরুরি বিভাগে নতুন পদ সৃষ্টি ও জনবল নিয়োগ, এবং ক্যাথ-ল্যাব বিভাগ দ্রুত চালু।
অনুষ্ঠানে ডা. এম. এ. লতিফ, ডা. এম. মুরাদ, মির্জা মোস্তফা জামান, খোরশেদ আলম মিন্টুসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫